শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
নোয়াখালী কারাগারের হাজতির মৃত্যু

নোয়াখালী কারাগারের হাজতির মৃত্যু

স্বদেশ ডেস্ক:

হত্যা মামলায় গ্রেপ্তার আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভার (৬০) নামের নোয়াখালী কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। এ বছর নিজের স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবদুর রব নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেপুর গ্রামের বাসিন্দা।

নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি গত ২৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগের ইনসুলিন নিতেন। উচ্চমাত্রার ডায়াবেটিস ও দুই পা ফোলা অবস্থায় গত ১৮ জুন তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠালে আজ ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর খবর স্বজনদের জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে নিজেদের ঘরের বাথরুমে কুপিয়ে করার অভিযোগ ওঠে আবদুর রবের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হত্যায় ব্যবহৃত ছুরিসহ তাকে আটক করে পুলিশ। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে আবদুর রব জেলে ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877