শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ ৩৩ হাজার

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ ৩৩ হাজার

স্বদেশ ডেস্ক:

নতুন আরও ১০ হাজার যোগ হয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৩৩ হাজারে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। ১৩০০ জনের মৃত্যু যোগ হয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯২ হাজারের ওপরে। প্রতিবেশী দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা আড়াই হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৬ হাজারের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে এক দিনেই মারা গেছে ৪২৭ জন। ইরানে গত ২৪ ঘণ্টায় পাঁচশর বেশি লোক মারা গেছে। শনাক্ত ২১ হাজারের বেশি। তুরস্কে ৩৭ হাজারের ওপর মানুষের করোনা শনাক্ত হয়েছে; প্রাণহানি সাড়ে ৩০০।

বাংলাদেশে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ হাজার ১৫০ জন। আক্রান্ত সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন।

পুরো বিশ্বে নতুন আরও ৬ লাখ ৬৮ হাজারের ওপর মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। মোট সংক্রমিত ১৪ কোটি ৮৫ লাখের মতো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877