স্বশে ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছর রমজানে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ করে দেওয়া হয়েছিল। মহামারি শুরু হওয়ার পর এবার বিশ্ব পেতে যাচ্ছে দ্বিতীয় রমজান। সৌদির এ দুই পবিত্র স্থানে এবারও সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ থাকবে।
এই দুই মসজিদ পরিচালনা কমিটির প্রধান শায়েখ আব্দুর রহমান আল-সুদাইস গত রোববার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আসন্ন রমজান উপলক্ষে পরিচালনা কমিটির বাৎসরিক বৈঠকে এ কথা ঘোষণা করেন।
শায়েখ আব্দুর রহমান আল-সুদাইস বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে সতর্কতা অবলম্বন করে করোনার বিস্তার রোধ করা। যারা ওমরাহ ও ইবাদতের জন্য আসবেন তাদের টিকা নিতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচল করতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মুসলমানদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত। যারা ওমরাহ করবেন মাতাফে শুধু তারাই প্রবেশ করতে পারবেন। যারা নামাজ পড়বেন, তারা পূর্ব দিকের অংশে নামাজ পড়বেন।’
এর আগে সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী রমজানে মসজিদে নববীতে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে।