স্বদেশ ডেস্ক:
আবারও যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে ১০ নাগরিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে দেশটির কলোরাডোর বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এ বন্দুক হামলা ঘটে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলোরাডো পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন। এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমিংয়ে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এই ঘটনা তদন্ত হচ্ছে। অনেক দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে। এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলি ছুড়তে শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে।
ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সিএনএন আরও বলেছে, পরেন শুধু একটি বক্সার ছাড়া আর কিছু ছিল না অভিযুক্ত ব্যক্তির। গ্রেপ্তাররকৃত ব্যক্তির হাতে ও ডান পায়ে রক্তের দাগ ছিল এবং হাতে হাতকড়া লাগানো ছিল। তাকে সুপারমার্কেটের ভেতর থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।