শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিন: ফারুক

তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিন: ফারুক

স্বদেশ ডেস্ক: আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা জযনুল আবেদীন ফারুক বলেছেন, বেগম খালেদা জিয়া ১৮ মাসের ওপরে কারাগারে আছেন। তারেক সাহেব বিদেশে, তারপরেও কেন এত ভয়। তারেক রহমানকে দেশে আসতে দেন, রাজনীতি করতে দেন। কোনো অন্যায হলে আইন আছে। কিন্তু তাকে নির্বাসিত করে তার বিরুদ্ধে কথা বলবেন, সেটা তো রাজনীতির কোনো কর্মকা- না। এটাতো প্রাচীন একটি রাজনৈতিক দলের মুখে শোভা পায় না।
১১ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ফারুক বলেন, বাংলাদেশ কোনোদিন পরাজিত হয়নি, হবেও না। বাংলার অকুতোভয় সন্তানেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। সেই স্বাধীনতার স্বাদ গত ৪৮ বছরে এই সরকার যে কয়দিন ক্ষমতায় ছিল, যে কয়বার বিনা ভোটে সরকার পরিচালনা করেছে, তাতে বাংলাদেশের মানুষকে সুখ দিতে পারেনি, সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এই সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের কর্মসূচি দেন। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, দেশে গুম, হত্যা, মামলা, ছোট্ট শিশুকে ধর্ষণের প্রতিবাদ করতে জনগণ আপনাদের কাছে চায়। ফারুক আরও বলেন, প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখে না? ছোট্ট শিশুকে যখন ধর্ষণ করা হয় আমি তো মনে করেছিলাম আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগ তো করলেন না। আইনের আওতায় আনবেন, আইনের আওতায় নামক ক্রসফায়ার করে মেরে ফেলবেন, সেটা তো বিচার হয় না। বিএনপির বহুলোককে এভাবে গুম করে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, এর বিচার একদিন বাংলার বুকে হবেই।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ শিক্ষা বিষযক সম্পাদক বিষযক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লা, কৃষক দলের সদস্য লাযন মিযা মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877