মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

অনুমোদন পেল দেশে উদ্ভাবিত করোনার প্রথম টেস্ট কিট

অনুমোদন পেল দেশে উদ্ভাবিত করোনার প্রথম টেস্ট কিট

স্বদেশ ডেস্ক: ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে করোনাভাইরাস শনাক্তকরণে দেশে উদ্ভাবিত প্রথম আরটি-পিসিআর টেস্ট কিট। এটি উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি কিট ৯৮ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে সক্ষম।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা ওএমসি হেলথ কেয়ারের তৈরি আরটি-পিসিআর কিট উত্পাদন ও বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য অনুমোদন দিয়েছি। কার্যকারিতা পরীক্ষায় তাদের কিট পাস করেছে এবং আমাদের টেকনিক্যাল কমিটি ফলাফল মূল্যায়ন করে এই কিটের অনুমোদন দিয়েছে।’

আরটি-পিসিআর কিট অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নির্দেশিকা মেনে চলে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওএমসি হেলথ কেয়ারের কর্মকর্তার জানান, তাদের এই কিট পরীক্ষা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওএমসি হেলথ কেয়ারের জানায়, তাদের আরটি-পিসিআর কিটটি ভাইরাসের পরিবর্তিত রূপ সফলভাবে শনাক্ত করতে পারে। এতে বলা হয়েছে, ‘এই কিটটি সঠিকভাবে কোভিড-১৯ শনাক্ত এবং ক্লিনিকাল ব্যবস্থাপনায় বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র হতে পারে। ওএমসি হেলথ কেয়ারের কিট ব্যবহার করে (কোভিড-১৯ পরীক্ষার) প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ব্যয় কমানো সম্ভব হবে।’

প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তা মাজবাহুল কবির বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট কিট তৈরির সক্ষমতা এখন আমাদের আছে। প্রয়োজন হলে এই সক্ষমতা আমরা বাড়াতে পারব। কিটগুলোর সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমরা স্বয়ংক্রিয়ভাবে উত্পাদন লাইন ব্যবহার করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877