রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ মেয়র খোকনের

রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ মেয়র খোকনের

স্বদেশ ডেস্ক: আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আমন্ত্রণ জানান।

মেয়র খোকন বলেন, ‘ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দুটি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।’

রাজধানীতে যানজটের বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’

রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে মেয়র আরও বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার প্রতিবাদে মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কে নেমেছেন রিকশাচালকরা। রিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

কর্মসূচি পালনকালে রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন রিকশাচালকরা। এ সময় তাদের ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে বাড্ডা-রামপুরা-মালিবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877