বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

হয়রানির শিকার ভূমি মালিকদের জন্য আইন হচ্ছে

হয়রানির শিকার ভূমি মালিকদের জন্য আইন হচ্ছে

স্বদেশ ডেস্ক:

ভূমি ও ভূসম্পদ সম্পর্কিত জালিয়াতির কারণে হয়রানির শিকার প্রকৃত ভূসম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার দিতে নতুন আইনের খসড়া প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ভূমি মন্ত্রণালয়। গতকাল ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমিসংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইনবিষয়ক এক কর্মশালার আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাসজমি দখল, জাল দলিল ও খতিয়ান তৈরি, বালু ফেলে নদীর জমি দখল ইত্যাদিসহ জমিজমা-সংক্রান্ত অন্যান্য জালিয়াতি এবং জবরদখল সংক্রান্ত অন্যান্য বিষয়ে একটি আইন প্রণয়নে আইন বিশেষজ্ঞ, মন্ত্রণালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এ কর্মশালায় অংশগ্রহণকারীরা দলিল জালিয়াতিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালার সভাপতি ভূমি সচিব পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিম, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস ও যুগ্ম সচিব কামরুল হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন। আইন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুস, আকতারুজ্জামান, কাজী জাহেদ ইকবাল ও খন্দকার শাহরিয়ার শাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877