শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্প ২৩০, কমলা হ্যারিস ২০৫

ডোনাল্ড ট্রাম্প ২৩০, কমলা হ্যারিস ২০৫

স্বদেশ ডেস্ক:

ভোটের পর চলছে গণনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ি হয়ে কে হোয়াইট হাউস দখল করবেন সেদিকে নজড় বিশ্ববাসীর। এখন পর্যন্ত লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার যে আভাস পাওয়া গিয়েছিল তা ফিকে হয়ে যাচ্ছে ধীরে ধীরে।

কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফলের পূর্বাভাস আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ফ্লোরিডা, কেন্টাকি, টেক্সাস, উতাহ, কানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, সাউথ ডেকোটা, মন্টানা, নর্থ ডেকোটা, লুসিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, ওহাইও, মিজৌরি, ওকলাহোমা, উইয়োমিং ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।

অপরদিকে পূর্বাভাস অনুযায়ী- নিউ ইয়র্ক, কলোরাডো, ডেস্ট্রিক অব কলম্বিয়া, ডেলাওয়ের, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া টেক্সাসে ৪০, ওহাইওতে ১৭, আলাবামায় ৯, সাউথ ক্যারোলাইনায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭, লুসিয়ানায় ৮, কানসাসে ৬, উইয়োমিংয়ে ৩, উতাহতে ৬, মিসিসিপিতে ৬, নর্থ ডাকোটায় ৩, মন্টানায় ৪, সাউথ ডাকোটায় ৩, নেব্রাস্কায় ৩ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে।

অপরদিকে নিউ ইয়র্কে ২৮টি, ভারমন্টে ৩টি, নিউ জার্সি ১৪, কলোরাডো ১০, ডেলাওয়েরে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, ইলিনয়ে ১৯টি, রোড আইল্যান্ডে ৪টি, মেরিল্যান্ডে ১০টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ১১২টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ভারমন্ট এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে।

নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877