বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা

বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা

স্বদেশ ডেস্ক:

বায়ুদূষণ রোধের প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে জানিয়ে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এবার সেই প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে ‘লঞ্চিং সেরিমনি অব ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ রোধের প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে, যার একটি কমিটি থাকবে। ওই কমিটি এর স্বচ্ছতা নিশ্চিত করবে।’

কারও সমীক্ষার ওপর নির্ভর না করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অন্য কারও করা সমীক্ষার উপর ভর করা যাবে না।’

পরিবেশ উপদেষ্টা জানান, নতুন কোনো ইটভাটার অনুমতি দেয়া হচ্ছে না। একই জায়গায় অনেকগুলো ইটভাটার অনুমোদন কিভাবে পেয়েছে সেগুলো দেখা হচ্ছে।

সেই সঙ্গে ভবিষ্যতে ঢাকাকে সবচেয়ে দূষণের শহর থেকে সরিয়ে আনার প্রত্যাশা রেখে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877