বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

দিনে-দুপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দিনে-দুপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্বদেশ ডেস্ক:

বাগেরহাটে দিনে-দুপুরে সজিব তরফদার (৪০) নামের বিএনপির এক নেতাকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিতে আহত হয়েছেন কামাল (৫৫) নামের আরেকজন।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে ডেমার উদ্দেশে যাওয়ার সময় কয়েকজন লোক সজিব তরফদারের গতিরোধ করে। প্রথমে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী সজিব মাটিতে পরে যান। পরে তাকে লক্ষ্য করে গুলি করে ফেলে রেখে যায় হত্যাকারীরা। গুলি করার পরই তিনি মারা যান বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় কামাল নামে আরেকজন আহত হয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘আমি এ ঘটনা শোনার পর ঘঠনাস্থল পরিদর্শন করেছি। আমি সাধারণ লোকদের সাথে কথা বলেছি। কী কারণে এই হত্যাকাণ্ড, তদন্ত করে বলতে পারব।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে সুরতহাল রিপোর্টের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877