স্বদেশ ডেস্ক:
আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৈরি হবে খসড়া তালিকা। আজ সোমবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘সেবা সপ্তাহ ২০২১’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
মন্ত্রী বলেন, নতুন তালিকায় সব মিলিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখের বেশি হবে না। তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাসের পর রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে। তবে সংসদের চলতি অধিবেশনে এই আইন পাস হবে কি না নিশ্চিত নয় বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
এ সময় আ ক ম মোজাম্মেল আরও বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটালাইজড করা হচ্ছে। এছাড়া, মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইলের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।