চারিদিকে বারুদের গন্ধ, অস্ত্র তাক করে রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘আমাকে মেরে ফেলতে পারে। আমাকে মেরে ফেললে আপনারা জানাজা পড়ে মাটি দিয়ে আসবেন। তবে আমি রীতিমতো সত্য কথা বলে যাব।’ আজ শুক্রবার নোয়াখালীর বসুরহাট পৌরসভায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
বসুরহাট পৌরসভার মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বসুরহাট পৌরসভায় গ্যাস সংযোগ দেওয়া হবে। আমাদের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর ও হাবিবপুর থেকে সাড়ে সাত বিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে দেওয়া হয়। তিন মাস পর আমরা গ্যাস না পেলে শাহজাদপুর ও হাবিবপুরে গ্যাস জাতীয় গ্রীডে দেওয়া বন্ধ করে দিব। আমি প্রথমে আমার কোম্পানীগঞ্জের স্বার্থ দেখব, বাকিটা পরে দেখা যাবে। এদেশে সোজা আংগুলে ঘিঁ উঠে না, আঙুল বাঁকা করতে হয়।’
তিনি আরও বলেন, ‘বসুরহাট পৌরসভার গুরত্বপূর্ণ সড়কে ৬০০ সৌরবাতি লাগানো হবে। ৬০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির টেন্ডার হয়ে গেছে। অচিরে কাজ শুরু হবে। এগুলো সব আমাদের নেতা ওবায়দুল কাদেরের অবদান। ’
আবদুল কাদের মির্জা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য ৩০ বছর আন্দোলন করেছেন, ১৪ বছর কারাগারে ছিলেন। সেই নেতাকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। আপনারা যে যে দল করেন, শেখ হাসিনাকে অপছন্দ করেন, আওয়ামী লীগকেও অপছন্দ করেন সমস্যা নেই। কিন্তু বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করবেন, না হলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পাব।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ভাতের অধিকার নিশ্চিত করেছেন, কিন্তু ভোটের অধিকার এখনো নিশ্চিত হয় নাই। আমি নেত্রীকে অনুরোধ করব, আপনি সিদ্ধান্ত নিন, মাদক ও নারী কেলেঙ্কারীর সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা থাকতে পারবেন না।’
নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, ‘আমাদের পোস্টার মাইজদী ও ফেনীর ষড়যন্ত্রকারীরা ছিঁড়ে ফেলেছে। বিএনপি, জামায়াত আমার পোস্টার ছিঁড়ে নাই। আমি আবারও বলছি বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচনে হলে আওয়ামীলীগ ৩-৪টি আসন পাবে। বাকী আসনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা হেরে যাবে, পালানোর পথ খুঁজে পাবে না, আমাকে এ কথাগুলো বলতে হবে, না বললে তারা সংশোধন হবে না।’
আবদুল কাদের মির্জা শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসুরহাট পৌরসভার ২, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ।