সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

বয়স ২৩ এর ঘরে ফিক্সড করলাম : ন্যানসি

বয়স ২৩ এর ঘরে ফিক্সড করলাম : ন্যানসি

স্বদেশ ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জন্মদিন আজ রোববার। ৩২ বছর আগে এদিনে পৃথিবীর আলোয় চোখ মেলেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে দুই মেয়েকে নিয়ে নিজ বাসায় কেক কাটেন ন্যানসি। কিন্তু কেকের গায়ে বড় অক্ষরে লিখা ছিল ২৩! সংখ্যাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় রহস্য।

অবশ্য কেক কাটার কিছুক্ষণ পর নিজেই ২৩ রহস্য উন্মোচন করেন। তিনি জানান, ৩২তম জন্মদিনে এসে তিনি সংখ্যাটা শুধু উল্টে দিলেন, হয়ে গেল ২৩! কারণ, মানসিকভাবে তিনি এখনো এই বয়সটাই ধারণ করেন। বেঁচে থাকলে আগামী ৮ বছর তিনি নিজেকে এই সংখ্যাতেই বেঁধে রাখবেন।

ন্যানসির ভাষায়, ৩৩-৩৩ সামনের বছর সংখ্যা উল্টে দিলেও ফলাফল একই থাকছে। অর্থাৎ বয়স না কমলেও অন্তত বাড়ছে না| বিপত্তি ঘটছে পরের বছর থেকে| ৩৪-৪৩, ৩৫-৫৩, ৩৬-৬৩… মানে হলো সংখ্যা উল্টালে প্রতি বছর আমার ১০ বছর করে বয়স বাড়বে! কি ভয়ংকর! আবার বয়স ৪০ হলে সেটা উল্টে দিলে বয়স হবে চার! বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায়।

তাই ঠিক করলাম, যদি আগামী আট বছর বেঁচে থাকি তাহলে আমার বয়স ২৩-এর ঘরে ফিক্সড করলাম। বাড়াবও না, কমাবও না। এক দেশ, এক জবান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877