শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোলায় ওয়াজ মাহফিল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

ভোলায় ওয়াজ মাহফিল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

স্বদেশ ডেস্ক:

ভোলার বোরহাউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৯ জন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন জানান, শুক্রবার রাত ১০টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল এলাকায় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতাসহ হাসনাইন নামের এক কিশোর মারা যায়। হাসনাইন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা হাওলাদারের ছেলে। বেলুন বিক্রেতার পরিচয় জানা যায়নি। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বাটামারা মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ের নিহত ওই ব্যক্তি ওয়াজের মাহফিলকে কেন্দ্র করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877