স্বদেশ ডেস্ক:
রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া মনিরের গাড়ির ব্যবসাও রয়েছে।
গতকাল শুক্রবার মধ্যরাত থেকে গোল্ডেন মনিরের বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু এ অভিযানের নেতৃত্ব দেন। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় মনিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে গোল্ডেন মনিরের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এ ছাড়াও তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও অভিযোগ রয়েছে।