স্বদেশ রিপোর্ট : ১৬ই জুলাই সন্ধ্যায় নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ফাহিম হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো) US Bangladesh Cooperation [UBCO] এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৪৮ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনও এন.ওয়াই.পি.ডি ফাহিম সালেহ্ হত্যার পেশাদার খুনিকে গ্রেপ্তার করিতে ব্যর্থ হয়েছেন। অনতিবিলম্বে খুনিকে গ্রেপ্তার করার জন্য নিউইর্য়ক সিটির মেয়র ডি. ব্লাজিওর প্রতি আহব্বান জানান। ফাহিম সালেহ্ ছিলেন একজন প্রতিভাবান আই.টি বিশেষজ্ঞ বাংলাদেশসহ পৃথিবীর কয়েকটি দেশে শেয়ার রাইড এর উদ্ভাবনি প্রকল্প ফাহিমের প্রতিভার বিকাশ। আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও (ইউবকো) এর উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন (ইউবকো) উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান, ইউবকো সহ-সভাপতি পলাশ, ইউবকো সাধারণ সম্পাদক আবুল হায়াত, বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জেল হোসনে লিটন, কমিউনিটি নেতা ইশতিয়াক আহম্মেদ ও প্রমূখ নেতৃবৃন্দ।