স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে শনিবার ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ৬৬ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছে। জন্স হপকিনস ইউনিভার্সিটির তথ্য থেকে এ কথা জানা গেছে।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৪২ হাজার ৭৩ জন। নতুন মারা যাওয়া ৭৬০জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৭২৯ জন।
গত পাঁচ দিনের চার দিনই দেশটিতে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ৬০ হাজারেরও বেশি ছিল।
এদিকে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে প্রথমবারের মতো মাস্ক পরেছেন। জনস্বাস্থ্য বিষয়ে উদাহরণ তৈরির জন্যে তার ওপর মাস্ক পরার বিষয়ে বেশ চাপ ছিল। বাসস