বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

ক্ষমতাসীনরা ভাইরাসের রাজনীতিকরণেই ব্যস্ত : রিজভী

ক্ষমতাসীনরা ভাইরাসের রাজনীতিকরণেই ব্যস্ত : রিজভী

স্বদেশ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ করোনাভাইরাসের রাজনীতিকরণেই ব্যস্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ত্রাণ বিতরণে হামলা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণের সাড়ে তিন মাস অতিক্রান্ত হলেও সরকারের চূড়ান্ত ব্যর্থতায় এখন সর্বত্রই নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। পরীক্ষার জন্য উপযুক্ত ল্যাব এবং দক্ষ জনবল না থাকায় লক্ষ্য নির্ধারণ করে নমুনা পরীক্ষায় নামতে পারছে না স্বাস্থ্য বিভাগ।’

বিএনপির এই নেতা বলেন, ‘পরীক্ষার রিপোর্ট দিতে ঢের বিলম্ব হচ্ছে। মফস্বল থেকে জেলা সদরের ল্যাবে নমুনা পৌঁছে স্তুপ হয়ে পড়ে থাকছে। ফলে রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এতে দেশে আক্রান্তের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। মানুষের ভোগান্তি চরমে উঠেছে। মহামারি মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে কাজের সমন্বয় নেই। নেই সুনির্দিষ্ট কোনো পলিসিও। ক্ষমতাসীনদের মনোযোগ দুর্নীতি-লুটপাটে। এরা ভাইরাসের রাজনীতিকরণেই ব্যস্ত আছে।’

ভিডিও কনফারেন্সে রিজভী বলেন, ‘দুর্যোগকালীন দেশে যখন দুর্ভিক্ষ ধেয়ে আসছে তখন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। কিন্তু আমাদের ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে। হামলা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা।’

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কোনো কোনো স্থানে আওয়ামী লীগের বি-টিমের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877