স্বদেশ ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী শাহান আরা আবদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলে ৭২ বছর।
এর আগে গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে শাহান আরা আবদুল্লাহকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহান আরা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে সেখানে রাত ৩টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বরিশালে রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতে ছিলেন শাহান আরা আবদুল্লাহ। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী শাহান আরা বেগম।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।