স্বদেশ ডেস্ক : ছাত্রদলের কমিটি গঠনে আগামী ১৫ জুলাই কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হবে। তবে এতে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কাউন্সিল ও ভোট গ্রহণের পর এ মন্তব্য করেন দলের বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু সরাসরি ভোট হবে। আর বিবাহিতরা কোনো ছাত্র নয়। তাদের প্রার্থী হওয়ার কোনো প্রশ্নই আসে না।’
এছাড়া প্রার্থী হতে ২০০০ সালে এসএসসি এবং রেজিস্ট্রেশন ১৯৯৮ সাল হতে হবে বলেও জানান তিনি।