স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার রসূলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী, ১০ বছর বয়সী এক মেয়ে শিশু ও সাড়ে তিন বছরের এক ছেলে শিশুর রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় রসূলবাগ এলাকায় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ওই তিনজনের মৃত্যু হয়।