রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
“শিশু সাহিত্যিক হাসানুর রহমান হাসপাতালে”

“শিশু সাহিত্যিক হাসানুর রহমান হাসপাতালে”

হাকিকুল ইসলাম খোকন : শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ,বনলতা শিল্পী সাহিত্যিকে ,সাংস্কৃতিক  ও সাংবাদিক গোষ্ঠী ও যুক্তরাষঠসহ সোহরাওয়ার্দি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাপসনিউজ,আমেরিকান  প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর প্রধান উপদেষ্টা প্রবীন  শিশু সাহিত্যিক হাসানুর রহমান গত ৭ ই মে গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্ক এর কুইন্স হাসপাতালে ভর্তি হয়েয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গেছে, জনাব হাসানুর রহমানের ব্রেইন হেমারাইজ হয়েছে ।
জনাব হাসানুর রহমানের সহধর্মিনী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী পারভীন রহমান বাপসনিউজ প্রতিনিধিকে জানান যে, বর্তমানে হাসানুর রহমান হাসপাতালে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন । জনাব হাসানুর রহমান একজন প্রগতিশীল,মুক্তমনা বুদ্ধিজীবী ও প্রখ্যাত শিশু সাহিত্যিক । শিশু সাহিত্যে প্রকাশিত তার রচিত ১৪/১৫টি বই বাজারে চালু রয়েছে । শেষের দিকে কয়েকটি বই ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’থেকে প্রকাশিত হয় ।
এছাড়া তিনি পত্র-পত্রিকায় নিয়মিত লিখেন । তাঁর লেখাগুলো গবেষণাধর্মী ও শিক্ষনীয় ।
ব্যক্তিজীবনে হাসানুর রহমান একজন বিনয়ী হাসি-খুশি সদালাপী সজ্জন মানুষ । তিনি বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের সাথে সক্রীয়ভাবে জড়িত ।
জনাব হাসানুর রহমানের দুই পুত্র । বড় ছেলে রাজীব রহমান একজন তরুণ সুরকার,গীতিকার ও জনপ্রিয় সংগীত শিল্পী। এছাড়া তিনি একটি ব্যান্ড এর পরিচালক । ছোট ছেলে আশীক রহমান একজন প্রকৌশলী।


শিশু সাহিত্যিক হাসানুর রহমানের আশু রোগ মুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ্য থেকে দোয়া চাওয়া হয়েছে । এছাড়া আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়ার সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন এক বিবৃতিতে হাসানুর রহমানের সুস্থতা ও আশু রোগ মুক্তির প্রার্থনা কামনা করে সকলের নিকট বিশেষভাবে অনুরোধ করেছেন ।এছাডাও   আমেরিকা বসবাসকারীদের পক্ষথেকে বংগবনধু পরিষদ যুক্তরাষট এর সভাপতি ড.নুরান নবী,সাধারন সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,,ভৃততবিদ গিয়াস উদ্ভিদ আহমেদ,সাংবাদিক মো:নাসির,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন  এবং যুক্তরাষেট আওয়ামী আওয়ামী লীগ ও যুক্তরাষট আওয়ামী পরিবারের  ড: প্রদিপ কর,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,মোহম্মদ আলী সিদিদকী,এ্যডভোকেট শাহ মো:বখতিয়ার আলী,শরীফ কামরুল আলম হীরা,সাদেকুল বদিউজ্জান পাননা ,সাংবাদিক হেলাল মাহমুদ,আসাফ মাসুক,অধ্যাপক মমতাজ শাহানাজ,মিজবাহ আহমেদ,ফরিদ আলম ,কায়কোবাদ খান,জালাল উদ্দিন জলিল,মনজুর চৌধুরী ,রুমানা আক্তার ,আতাউর রহমান তালুকদার,মিজানুর রহমান চৌধুরী ,জাহিদ হাসান .শহিদুল ইসলাম , এমএ করিম জাহাংগীর,বীর মুক্তিযোদধা ফারুক হোসাইন.মুকতিযোদধা মিজানুর রহমান চেীধুরী,খুরশিদ আনোয়ার বাবলু,মোকতিযোদদা নজমুল ইসলাম চৌধুরী ,মুক্তিযোদদা সাইদুর রহমান সাইদ,ইলিয়ার রহমান,শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী,রুমানা আক্তার ,শহিদুল ইসলাম,আতাউর রহমান কামাল,নাদের মাষ্টার ,মনজুর চেীধুরী,জাহাংগীর কবির,দেওয়ান আশরাফ,দেলওয়ার হোসেন,আতাউর রহমান,সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার., নাহিদা পারভিন ,শেখ জামাল আহমেদ,সেবুল মিয়া,ইফজাল আহমদ চৌধুরী,মাহমুদ,ফরিদ উদ্দিন,খন্দকান জাহিদুল ইসলাম,ফিরোজ আহমেদ কল্লোল,ওসমান গনি,সুহাস বডুয়া,দেলওয়ার মানিক,শাহাদত হোসেন,দেলওয়ার, নাদের মাষটার,শরীফ জাহাংগীর আলম,হাসান জিলানী,এবিএম মিজানুল হাসান,আতাউর তালুকদার ,আলমগীর,সাজ,মাইনুদদিন,,ড: সুলতান মাহমুদ,ড: মকবুল হোসেন তালুকদার,মো: আলমগীর,জাকির হোসেন,জামাল মিয়া,মিজান চৌধুরী,জিয়া ,ফিরোজ আহমেদ কতল্লাস,ফিরোজ মাহমুদ,সহ নিউইয়কের রাজনীতিক,কবি,লেখক.সাংবাদিক,শিল্পী এবং আরও অনেক গন্যমান্য জন।
প্রবাসের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অনেকেই হাসানুর রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877