শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ লাখ ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৩ জনের। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫২২ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটারের তথ্যে আজ শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৯৪, ইতালিতে ৮৬ হাজার ৪৯৮, স্পেনে ৬৫ হাজার ৭১৯। তবে আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মৃতের সংখ্যা ইতালি, চীন বা স্পেনের চেয়ে কম। ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪, সেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ৬৯৩।

ইতোমধ্যেই গতকাল শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র।

এদিকে, আগামী চার মাসে করোনাভাইরাস শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হতে পারে ৮১ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল আগামী জুন মাস পর্যন্ত বাড়তেই থাকবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে বলে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877