স্বদেশ ডেস্ক:
বিশ্বব্যাপী এক লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ও ৩ হাজার ৩৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে।
চীনে কমপক্ষে ৩ হাজার ৭০ জন ও বিশ্বের অন্যান্য অংশে কমপক্ষে ২৭৭ জন মারা গেছে। এদের বেশিরভাগ ইতালি ও ইরানের নাগরিক।
ইরানে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১ হাজার ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটি ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সর্বাধিক। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রী জানান, ইরানে করোনা ভাইরাসের সংক্রমণে ১২৪ জনের মৃত্যু হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শুক্রবারে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের মধ্যে ৫৩ হাজার ৭২৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট মোট আক্রান্ত ৭ হাজারের কাছাকাছি বলে যোনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে।
চীন থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৩ হাজার ৩৫০জনের ও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন এক লাখের ও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আলজাজিরা।