বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

বাংলাদেশসহ ৭ দেশে কুয়েতের সব ধরনের বিমান চলাচল বন্ধ

বাংলাদেশসহ ৭ দেশে কুয়েতের সব ধরনের বিমান চলাচল বন্ধ

স্বদেশ ডেস্ক:

করোনা ভাইরাস সর্তকতায় বাংলাদেশসহ সাত দেশের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। এই নিষেধাজ্ঞা গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়ে আগামী এক সপ্তাহ বহাল থাকবে।

দেশগুলো হলো- মিসর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা ভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

উল্লেখ্য, বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। ক্রমেই বেড়ে চলে চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও নিহতের সংখ্যা।

চীন থেকে ছড়ানো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জন। আর প্রাণহানি ঘটেছে তিন হাজার ৪৬৬ জনের। খালিজ টাইমস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877