শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়ালো

করোনায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়ালো

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার চীন করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ ঘোষণায় নতুন করে ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে চীনে ২ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি হুবেই প্রদেশের রাজধানী উহানে ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২০২ জন।

ইরান করোনা ভাইরাসে আরো ১১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়াল। মৃতের সংখ্যায় চীনের বাইরে এটি সবচেয়ে বেশি।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৯৪ দাঁড়িয়েছে, ফ্রান্সে এই সংখ্যা ১৩০।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে প্যারিসের জনপ্রিয় ল্যুভর জাদুঘরটি বন্ধ করার পক্ষে কর্মীরা ভোট দেন।

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আলজাজিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877