রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চীন থেকে আসা কয়লা খনির ৩ কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

চীন থেকে আসা কয়লা খনির ৩ কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

স্বদেশ ডেস্ক:

সম্প্রতি চীন থেকে আসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির তিন কর্মকর্তাকে হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, প্রায় ১০ দিন আগে চীন থেকে আসা তিনজন কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন এবং প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক পাঠানো হবে।

তবে তাদের মধ্যে এখনও করোনাভাইরাসের লক্ষণ নেই বলে জানা গেছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বলেন, এই খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসির অধীনে চীনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877