বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

কাশ্মীরে ২০১৯ সালে ৮০ বেসামরিক লোকসহ নিহত ২৩৯

কাশ্মীরে ২০১৯ সালে ৮০ বেসামরিক লোকসহ নিহত ২৩৯

স্বদেশ ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গত পাঁচ মাসে অন্তত ৬৯ জন নিহতের শিকার হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন।

আনাদলু জানায়, গত বছরে অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় মানবাধিকার সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটি (জেকেসিসিএস)।

২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটিতে ৮০ জন বেসামরিক লোক নিহত হয়। এ ছাড়া ১৫৯ জন সশস্ত্র যোদ্ধা, পাশাপাশি ১২৯ জন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। নিহত বেসামরিক লোকদের মধ্যে ১২ জন হচ্ছেন নারী।

এর মধ্যে গত পাঁচ মাসে নিহতের সংখ্যা অন্তত ৬৯ জন, যাদের মধ্যে ৩৩ জনই বেসামরিক নাগরিক।

মঙ্গলবার জেকেসিসিএস প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুধু অক্টোবরেই ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে কঠোর সামরিক নিরাপত্তা জারি করা হয়। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দিয়ে দীর্ঘ কয়েক মাস পুরো পৃথিবী থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রাখা হয়।

বিশেষ মর্যাদার বাতিলের প্রতিবাদে কারফিউ ভেঙে কাশ্মীরিরা রাস্তায় বিক্ষোভে নামে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া সাধারণ কাশ্মীরের ওপর দমন নিপীড়নের অভিযোগও উঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877