স্বদেশ রিপোর্ট: জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আগামী ৩০জুন রোববার সন্ধ্যা ৮টায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কণ্ঠচিত্র। ‘দৃঢ় কণ্ঠে হোক চিত্রিত উচ্চারণ’-এই ভাবনাকে ধারণ করে আবৃত্তিসহ কণ্ঠ সংশ্লিষ্ট সকল মাধ্যমকেই সঙ্গী করে পথ চলার অঙ্গীকার নিয়ে কণ্ঠচিত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে। কণ্ঠচিত্রের প্রথম প্রয়াস, আবৃত্তি আয়োজন, ‘আরো কত শব্দহীন হাটবে তুমি’। শুদ্ধ, নান্দনিক ও সৃজনশীল সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে হোক কণ্ঠচিত্রের অগ্রযাত্রা।