বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
‘বোলার’ইয়াসিরের কীর্তি গড়া সেঞ্চুরি….!

‘বোলার’ইয়াসিরের কীর্তি গড়া সেঞ্চুরি….!

স্বদেশ ডেস্ক: লেগ স্পিনার হিসেবেই প্রতিষ্ঠিত ইয়াসির শাহ। টেস্টে দ্রুততম ২০০ উইকেট নেয়ার রেকর্ডটি তার দখলে। তিনিই কিনা হয়ে উঠলেন ব্যাটসম্যান! গতকাল দিবারাত্রির অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে আট নম্বরে নেমে ইয়াসির তুলে নেন সেঞ্চুরি। ২১৩ বলে ১৩ চারে ১১৩ রান করেন তিনি। তাতে ৯৬ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩০২ রান। বাবর আজম ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যান মিলে সংগ্রহ করেছেন ২১৩ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ।
২০১৬ সালে ব্রিসবেনে শেষ চার ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ২৩০ রান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই নেন ৬ উইকেট। ২৮৭ রানে পিছিয়ে ফলোঅন করতে নেমে ৩৯/৩ নিয়ে দিনের খেলা শেষ করে পাকিস্তান। তিন বছর পর কোনো দলকে ফলোঅন করালো অস্ট্রেলিয়া। ২০১৬ সালে হোবার্টে শেষবার ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করায় অজিরা।
তৃতীয় সেশনে বৃষ্টির বাগড়ায় খেলা একটু আগেই শেষ হয়ে যায়। পাকিস্তান হারায় ইমাম উল হক (০), আজহার আলী (৯) ও বাবরকে (৮)। আসাদ শফিক ৮* ও শান মাসুদ ১৪* রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে জশ হ্যাজলউড দুটি ও স্টার্কের শিকার এক উইকেট। প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের ৩৩৫* রানে ভর করে ৫৮৯/৩ তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইনিংস পরাজয় এড়াতে আরো ২৪৮ রান করতে হবে পাকিস্তানকে।
ইয়াসিরের সেঞ্চুরিতে যেসব রেকর্ড হলো: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আট নম্বরে ব্যাটিং নেমে সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৭ জন। ইয়াসিরের আগে সবশেষ ব্যাটসম্যান ভারতের ঋদ্ধিমান সাহা। ২০১৭ তে রাঁচিতে ১১৭ রান করেন ঋদ্ধিমান।
-২০০৬’র পর আটে নেমে কোনো পাকিস্তানি ক্রিকেটার সেঞ্চুরি করলেন। সবশেষ কামরান আকমল। করাচিতে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।
-ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলের (১২.৯৬) পর সবচেয়ে কম ব্যাটিং গড়ের ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকালেন ইয়াসির (১৪.০৬)। এর আগে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৪২ রান, চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেটি খেলেন তিনি।
অি্যাডিলেডে প্রথম ইনিংসে পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যান মিলে সংগ্রহ করেছেন ২১৩ রান। যা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে ব্রিসবেনে শেষ চার ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ২৩০ রান।
অি্যাডিলেডে সপ্তম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন বাবর-ইয়াসির। অস্ট্রেলিয়ার বিপক্ষে যা সপ্তম উইকেটে তাদের সর্বোচ্চ জুটি।
অি্যাডিলেডে নবম উইকেটে ৮৯ রান যোগ করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে যা এ উইকেটে তাদের সর্বোচ্চ জুটি।
– চলিত সিরিজে সপ্তম উইকেটে পাকিস্তানের গড় জুটি ৮৯.৩৩। যা চলতি সিরিজে যেকোনো উইকেটে তাদের সর্বোচ্চ গড় জুটি।
-তিন বছর পর কোনো দলকে ফলোঅন করালো অস্ট্রেলিয়া। ২০১৬ সালে হোবার্টে শেষবার ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করায় অজিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877