স্বদেশ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বৃহস্পতিবার মেজর (অব.) হাফিজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা খাইরুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।