স্বদেশ ডেস্ক:
খুলনার রূপসা উপজেলার দেবীপুরে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে এ দুর্ঘটনায় মাহেন্দ্রের এক যাত্রী গুরুতর আহত হন।
নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানায় দায়িত্বরত ছিলেন। আর আহত আমজাদ খাঁ বটিয়াঘাটার জলমার ইউনিয়নের বাসিন্দা।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, নজরুল রূপসা থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দেবীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান। সূত্র : ইউএনবি।