স্পোর্টস ডেস্ক:
অ্যাসেজ সিরিজের সময় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ব্যাটিং স্টান্স নিয়ে অনেক কথা হয়েছিল। অদ্ভুতভাবে বল জাজ করছিলেন তিনি। ইংল্যান্ডের বোলাররা স্মিথের সেই ব্যাটিং স্টান্স দেখে অবাক হয়েছিলেন। এমনকী বিস্ময় প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্বের অনেকেই। কিন্তু স্মিথ মুখে কিছু বলেননি। বোলারদের মনসংযোগ নষ্ট করতে অনেক সময় ব্যাটসম্যান অদ্ভুত স্টান্স নিয়ে থাকে। কিন্তু অস্ট্রেলিয়ার জর্জ বেইলির ব্যাটিং স্টান্স সবার থেকে আলাদা। উইকেটকিপারের দিকে মুখ ফিরিয়ে কোনো ব্যাটসম্যানকে ব্যাটিং স্টান্স নিতে এর আগে কেউ কখনও দেখেছেন কিনা সন্দেহ। ফলে এ নিয়ে আলোচনা হচ্ছে অনেক।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডের খেলা চলছিল। তাসমানিয়া ও ভিক্টোরিয়ার এই ম্যাচে বেইলিকে দেখা গেল অদ্ভুত ভঙ্গিমায় ব্যাটিং করতে। যা দেখে নেটিজেনরা রীতিমতো বিস্মিত।
বোলার ক্রিস টারমেইন রান-আপ নেয়ার সময় উইকেটকিপারের দিকে মুখ ফিরিয়ে ছিলেন বেইলি। তারপর বোলার বল রিলিজ করার আগে স্বাভাবিক স্টান্সে ফিরলেন এবং পুল খেললেন। তবে এত কম সময়ের মধ্যে পুরো শরীর ঘুরিয়ে শট খেলা কিন্তু চাট্টিখানি কথা নয়।
বেইলির অবশ্য এমন অদ্ভুত স্টান্সে এই প্রথম ব্যাটিং করেননি। এর আগেও তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এভাবে ব্যাটিং করেছেন। তাসমানিয়ার ২৫তম ওভারে এভাবে অদ্ভুত স্টান্সে ব্যাটিং করলেন তিনি। বেইলির এমন অদ্ভুত ব্যাটিং স্টান্স-এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।