রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগের এমপি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী
নাটোরে পুলিশের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

নাটোরে পুলিশের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

স্বদেশ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে বাবার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা পুলিশ কনস্টেবলের স্ত্রী তাসলিমা খাতুন শনিবার ভোরে মারা গেছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার বাটরা গোপালপুর গ্রামের পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর সবকিছু জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তাসলিমার পরিবারের সদস্যরা জানায়, গোপনে গর্ভের সন্তান নষ্ট করাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী তাসলিমার কলহ সৃষ্টি হয়। গত ৯ সেপ্টেম্বর কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুড়বাড়ি একই উপজেলার জোয়াড়ি গ্রামে যায় মনিরুল। ওই দিন রাতে তাসলিমাকে ঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এসময় পালিয়ে যায় কনস্টেবল মনিরুল। শনিবার ভোরে তাসলিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877