শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

আন্দোলনে গুলি : কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্দোলনে গুলি : কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্বদেশ ডেস্ক:

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করার অভিযোগে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ শুনানি করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি নিয়ে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টায় চারখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে, কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। পরবর্তী সময়ে ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877