বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা

স্বদেশ ডেস্ক:

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ বুধবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এর আগে, সকাল থেকেই জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে জিয়াউর রহমানের কবরে সমবেত হতে দেখা যায়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা শুভ শুভ দিন, ছাত্রদলের জন্মদিন। জিয়ার সৈনিক, এক হও, এক হও। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়েসহ নানা স্লোগান দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি— এ তিন মূলনীতি সামনে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877