ভালোমন্দে কেটেছে ২০২৪। কী পেলেন আর কী হারালেন- সেই হিসাবনিকাশ নিশ্চয়ই শেষ। এবার ভাবনা, ২০২৫ কেমন যাবে। তাই বছরের শুরুতে তারকাদের সঙ্গে আপনিও রাশি মিলিয়ে জেনে নিন, ভাগ্য কী বলছে…
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল
নতুন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে এবার মিলবে পরিশ্রমের ফল। পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষতির অন্যতম প্রধান কারণ অতিরিক্ত রাগ। তাই নিজের কথা ভেবে ধৈর্যশীল হোন। নইলে বিপদ। নিজেকে শান্ত রাখতে পারলেই দেখবেন সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে। এ বছরটি আর্থিক দিক থেকেও যথেষ্ট শুভ। তবে কাউকে ধার দেওয়ার আগে একাধিকবার ভাবুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
একটু ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিতে পারলে বছরটি ভালোই কাটবে। আপনার ইচ্ছাশক্তি ও পরিশ্রমই এনে দেবে সফলতা। আর্থিক দিক দিয়েও ২০২৫ সাল মন্দ নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই বলে তাড়াহুড়ো করবেন না। অনেক ভাবনাচিন্তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। বিশেষজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্বাস্থ্য ও নিজের ভালো থাকার ওপরে বেশি নজর দিন।
মিথুন (২২ মে-২১ জুন)
২৩ মার্চের পর থেকে বদলে যাবে আপনার জীবন। মানসিক শান্তি ও সন্তুষ্টিতে ভরে যাবে গোটা বছর। কঠোর পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। ছোটখাটো নানা রোগ আপনাকে কাবু করার চেষ্টা করতে পারে। তবে সুস্থ থাকতে চাইলে বছরের শুরু থেকে যোগাসনে অভ্যস্ত হন। আর্থিক দিক থেকেও বছরটি শুভ। সেপ্টেম্বরের শেষের দিকে কোনো লোন নেবেন না, তাহলেই বিপদে পড়বেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বছরজুড়েই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোনো দুশ্চিন্তা না করাই আপনার জন্য শ্রেয়। কঠোর পরিশ্রমই এনে দিতে পারে সফলতা। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গুরুজনদের সঙ্গে কথা বলুন। প্রেমের ক্ষেত্রে এ বছর আপনার জীবনে ভালোমন্দ দুই-ই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিঙ্গেলরা বুঝেশুনে প্রেমের সম্পর্কে জড়ান।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে এ বছর পরিবর্তন আসবেই। আর্থিক দিক থেকে, কখনও আবার কর্মক্ষেত্রে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠাণ্ডা রাখতে হবে। সম্পত্তিগত বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এপ্রিলের মাঝামাঝির আগে অশান্তি মেটার কোনো সম্ভাবনা নেই। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে জমি, বাড়ি কেনার ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
এ বছর আপনার যথেষ্ট শুভ। ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে স্পষ্টভাবে নিজের বক্তব্য জানান। দেখবেন তাতে আপনি সহকর্মীদের আরও
কাছাকাছি পৌঁছে গিয়েছেন। উন্নতিও কেউ আটকাতে পারবে না। সাধারণত কন্যা রাশির জাতক-জাতিকারা একটু বেশি খরচ করেন। তবে এ বছর আয় বুঝে ব্যয় করতে শিখুন। নইলে আপনার বিপদ হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
আর্থিক দিক আপনার জন্য বছরটি যথেষ্ট শুভ। যেহেতু তুলা রাশির জাতক-জাতিকাদের মধ্যে পজিটিভ এনার্জি এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা বেশি, তাই ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে যথেষ্ট। ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। বছরের শুরুতেই আয় ও ব্যয়ের প্রাথমিক খসড়া তৈরি করুন। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগে মন দিন। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। কাজের জন্য নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েও বেশ কয়েক দিন থাকতে হতে পারে। আর্থিক দিকে কোনো পরিবর্তন আসবে না। তবে আশাহত হবেন না। মনে রাখবেন, প্রতিদিন সূর্যাস্তের পরেই আবার সূর্যোদয় হয়। তেমনই আপনার জীবনেও ভালো সময় আসবেই। প্রেমের ক্ষেত্রেও বছরটি আপনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। জোর করে কোনো সম্পর্কে জড়িয়ে থাকবেন না।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক দিকে নজর দিয়ে সঞ্চয় করতে শিখুন। চাকরিজীবীদের জন্য বছরটি যথেষ্ট শুভ। পুরনো সম্পর্ক নিয়ে বেশি ভাববেন না। প্রয়োজনে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসুন। একলা থাকা অভ্যাস করুন। জীবনকে চিনুন নতুনভাবে। সন্তানের দিকে আলাদা করে নজর দিতে হবে। কোনো ভুল করা চলবে না।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই অনেক সতর্ক থাকতে হবে। নিজের আর পরিবারের কথা চিন্তা করে হলেও সঞ্চয় করতে শিখুন। পুরনো সম্পর্ক নিয়ে বেশি ভাববেন না। মনে হলে চাকরি বদল করতে পারেন। আপনার ভালোই হবে। চেষ্টা করুন পরিবার, স্বাস্থ্য, দাম্পত্য জীবনের দিকে নজর দেওয়ার। কাউকে বেশি বিশ্বাস করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন, তাই সতর্ক থাকা উচিত।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বছরটি আপনার জন্য বিশেষ ভালো নয়। আর্থিক ও কর্মক্ষেত্রে বিশেষ কোনো উন্নতি সেভাবে হবে না। তবে আশাহত হবেন না। বরং পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে চলুন। একদিন না একদিন সাফল্য ধরা দেবেই। সময়কে কাজে লাগানোর যে কৌশল আপনার রয়েছে, বৃহস্পতির প্রভাবের জন্য ২০২৫ সালে তা কাজে লাগাতে পারবেন। প্রিয়জনের ভালোবাসার ছোঁয়ায় আপনার সব ব্যর্থতার ক্ষতে মলমের মতো কাজ করবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আয় ভালোই হবে। তবে বুঝেশুনে খরচ করুন। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করুন। জমি বা ফ্ল্যাট কিনে রাখতে পারেন। পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মনের মতো মানুষ খুঁজে পেলে নির্দ্বিধায় নতুন জীবন শুরু করুন। অনেক ধরনের কাজের ফল লাভ করবেন এ বছর। কাজকর্মগুলো নিজের কাছেও হয়ে উঠবে উপভোগ্য এবং কর্মজীবনের প্রতি কোনো প্রকার আলাদা চেষ্টা ছাড়াই লাভ করবেন সব সাফল্য।