বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন

এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন

‍স্বদেশ ডেস্ক:

সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন- এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে।

পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে।

দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, ‘৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।’

সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি ছয় সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877