বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

‘আগামী বছর থেকে বর্ষবরণের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে’

‘আগামী বছর থেকে বর্ষবরণের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে’

স্বদেশ ডেস্ক:

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘সারা পৃথিবীতেই নববর্ষে পটকা-আতশবাজি ফোটান হয়। তবে তারা নির্দিষ্ট স্থানে এই উৎসব করেন। আগামী বছর থেকে বাংলাদেশেও বর্ষবরণ উৎসবের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে।’

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই জানিয়ে এ রাতে আতশবাজি না ফোটানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ঢাকাবাসী তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে।’

পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877