শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

স্বদেশ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রামে সূর্যের আলো দেখা যায়নি। সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় চারদিক ঢেকে আছে।

কুড়িগ্রামে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্থানীয় বাসিন্দাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।

উপজেলার পশ্চিম ধনীরাম চর এলাকার দিনমজুর সাহেব আলী বলেন, ‘এমন শীতে কাজ করতে পারছি না। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। গরম কাপড়ের অভাবে খুবই কষ্ট হচ্ছে।’

এদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী শীত নিবারণের জন্য প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবারই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কম্বলের নিচে গাদাগাদি করে রাত কাটাচ্ছে।

শীতের কারণে কৃষিকাজেও স্থবিরতা নেমে এসেছে। মাঠে কাজ করতে পারছেন না কৃষকেরা। ফলে শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, যেন তারা কুড়িগ্রামের দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী কয়েকদিন কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877