স্বদেশ ডেস্ক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশ হেফাজতে নেয়া হয়।
ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।