শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

সাকিব-লিটনের বিদায়, বাংলাদেশের ২০০

সাকিব-লিটনের বিদায়, বাংলাদেশের ২০০

স্বদেশ ডেস্ক:

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বলে যশ্বস্বী জয়সাওয়ালকে ক্যাচ দেন সাকিব আল হাসান। তিনি ৫৬ বলে ২৫ রান করেছেন। পঞ্চম উইকেট জুটিতে সাকিব ও নাজমুল হোসেন শান্ত ১০৮ বলে ৪৮ রান তোলেন। এরপর ব্যক্তিগত ১ রানে থাকা লিটন দাসকে তুলে নেন রবীন্দ্র জাদেজা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে বাংলাদেশ। শান্ত ৭৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের জয়ের জন্য এখনও ৩১০ রান দরকার।

ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন শেষ করেছে। যেখানে প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877