স্বদেশ ডেস্ক:
অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবরের মধ্যেই নতুন আরেকটি খবরে বলিউডপাড়া সরব হয়েছে। ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন অভিষেক। অবশেষে বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন তিনি।
সম্প্রতি দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। আবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে দেখা যায়নি।
তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে। পরে অভিষেক বলেছিলেন, তাদের বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জনমাত্র।
গুঞ্জন শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন এবার জলসা ছাড়তে চলেছেন। মুম্বাইয়ের জুহু এলাকায় এক নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন। আর তিনি নাকি তল্পিতল্পা গুটিয়ে এখন তার নতুন বাসায় থাকতে চলেছেন। স্ত্রী ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন এই ফ্ল্যাটে অভিষেক থাকবেন। অ্যাপার্টমেন্টটি অমিতাভ বচ্চনের বাংলো জলসার খুব কাছেই।
উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর ঐশ্বরিয়ার কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। বেশ কিছু মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবরে মুখর বলিউডপাড়া।