শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথ অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘট

রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথ অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘট

স্বদেশ ডেস্ক:

খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র–জনতার ডাকে রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।

এদিকে যানবাহনের হামলা ও ভাংচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সড়ক ও নৌপথ অবরোধ ও যানবাহ ধর্মঘটের কারণে আজ রাঙ্গামাটিতে সবকটি সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন ও নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শহরের অভন্তরীণ রুটেও কোনো যান বাহন চলাচল করছে না। ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার রাঙ্গামাটিতে আইনশৃক্সখলাপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আজ (শনিবার) স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877