স্বদেশ ডেস্ক:
কুড়িগ্রামের তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবে গেছে। পরে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৮ জন।
বুধবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বজরা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকাডুবি ঘটেছে সন্ধ্যা ৭টার দিকে। আমি যতটুকু শুনেছি তারা নৌকাযোগে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন সেই তথ্য আমার জানা নেই।