স্বদেশ ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
শুক্রবার (২৬ এপ্রিল) ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্লাটফর্মে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসাবে স্মরণ করবে।
তিনি আরো বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না।
এরদোগান বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
সূত্র : আল জাজিরা