স্বদেশ ডেস্ক:
বছর না পেরোতেই বলিউড তারকা আদিত্য রয় কাপুর ও অনন্যা পান্ডের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। করণ জোহরের অনুষ্ঠানে এসে প্রেমের খবর জানিয়েছিলেন তারা নিজেই। এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই তারকা যুগলের।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হাতে লেখা একটি পোস্ট করেছেন অনন্যা। সেখানে লিখেছেন, ‘সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে। কখনো যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’
মূলত এই পোস্টের পরই জল্পনা শুরু হয়েছে তাদের বিচ্ছেদ নিয়ে। তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। বিচ্ছেদ নিয়েও এখনো কিছু জানাননি তারা।