স্বদেশ ডেস্ক:
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এমনকি এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপ্লোমেটিক জোনে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস