শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ‘কঠিন হবে’: বাইডেন

রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ‘কঠিন হবে’: বাইডেন

স্বদেশ ডেস্ক

পবিত্র রমজান মাসের মধ্যে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের পক্ষে যুদ্ধবিরতিতে পৌঁছানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। চলতি বছরের পবিত্র এই মাস শুরুর আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করে যাচ্ছিল মধ্যস্থতাকারীরা। তবে এ প্রচেষ্টা এখনো কোনো আলোর মুখ দেখেনি।

গাজা উপত্যকায় গত পাঁচ মাস ধরে চলতে থাকা সংঘাত থামাতে আসন্ন রমজান মাসে কি দুপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হতে পারে? যুক্তরাষ্ট্রের রোজভ্যালিতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলিমদের পবিত্র রমজান মাসের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা ‘কঠিন’ হবে।

আগামীকাল রবিবার (১০ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে মুসলিমদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান শুরু হতে পারে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

এদিকে গতকাল শুক্রবার হামাসের সশস্ত্র উইং সমর্থকদের পূর্ব জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। অতীতেও এই মসজিদ প্রাঙ্গণে সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে।

হামাস আরও জানায়, তারা তাদের আন্দোলনের মূল দাবিরে প্রশ্নে কোনো আপসে যাবে না। এই দাবির মূল বিষয়বস্তু হলো ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। দাবি পূরণ হলেই কেবল হামাস তাদের হাতে থাকা ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বোমাবর্ষণ ও হামলায় গাজায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছে ৭২ হাজার ৪০২ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নিরীহ শিশু ও নারী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877